চন্দন কুমার দে
মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
জনাব চন্দন কুমার দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে গত ১০ নভেম্বর তারিখে যোগদান করেন। তিনি ১০ম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসাবে ১৯৯১ সালে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি মাঠ প্রশাসন ও বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন পদে কাজ করেছেন।
তিনি মাঠ প্রশাসনে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সচিবালয়ে তিনি সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, উপসচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, যুগ্ম সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং অতিরিক্ত সচিব হিসেবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে দায়িত্ব পালন করেছেন।
জনাব চন্দন কুমার দে চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত সাগর দে ও মাতা অনুরাধা দে।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে বি.এ. (সম্মান) সহ ও এম.এ. পাস করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে এল.এল.বি. ডিগ্রী সম্পন্ন করেন। তিনি দেশের অভ্যন্তরে ফাউন্ডেশন কোর্স, আইন ও প্রশাসন কোর্স, অ্যাডভান্সড কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অ্যাট দ্য টপ, সিনিয়র স্টাফ কোর্স ইত্যাদিসহ বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বিদেশে তিনি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপের অধীনে মোনাশ বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন, অস্ট্রেলিয়ায় অবকাঠামো ব্যবস্থাপনা বিষয়ক ২ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন । তিনি ইতালির তুরিনে ITC, ILO-তে দুই সপ্তাহের অ্যাডভান্সড প্রকিউরমেন্ট ট্রেনিং প্রোগ্রামেও অংশগ্রহণ করেন। এছাড়া তিনি চীন, ভিয়েতনাম ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রায় ১০ বছর, তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের Regional Connectivity সংক্রান্ত কাজ করেছেন। তিনি UN-ESCAP, SAARC, BIMSTEC, SASEC এবং BCIM-EC-এর অধীনে বিভিন্ন আঞ্চলিক সেমিনার, সভা ও কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি UN-ESCAP-এর অধীনে ‘লিগ্যাল ও টেকনিক্যাল এক্সপার্ট অন ট্রান্সপোর্ট ফেসিলিটেশন’ সংক্রান্ত আঞ্চলিক নেটওয়ার্কের সদস্য ছিলেন। তিনি বিবিআইএন মোটর ভেহিক্যালস এগ্রিমেন্ট (বিবিআইএন এমভিএ) প্রণয়নের সাথে সরাসরি জড়িত ছিলেন। তিনি অতিরিক্ত সচিব (উন্নয়ন) হিসেবে মেগা প্রকল্প মাস র্যাপিড ট্রানজিট (এমআরটি- ৬) এবং বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পসহ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে RTHD-এর সহ বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । গত ৭ বছর ধরে, তিনি ফরেন সার্ভিস একাডেমি, ঢাকা, বার্ড কুমিল্লা এবং আরডিএ, বগুড়ায় গেস্ট লেকচারার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে পল্লী উন্নয়ন ও সমবায়ের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করেছেন।
সড়ক পরিবহন আইন ২০১৮, জাতীয় সমন্বিত বহুমাধ্যমভিত্তিক পরিবহন নীতিমালা, ২০১৩ সহ অনেক আইন, বিধি, নীতিমালা ও বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল সম্পর্কিত ৩টি দ্বিপাক্ষিক চুক্তি প্রণয়নে মূখ্য ভূমিকা পালন করেন। তিনি চীন, নেপাল, মায়ানমার, ভূটান, ভারত, থাইল্যান্ড, তাজিকিস্তান, সুইজারল্যান্ড, ফ্রান্স, মিশর, জাপান, হংকং, তুরস্ক ইত্যাদি দেশে বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।